মোঃ বুলবুল হোসেনের লেখা কবিতা”তাল মিলিয়ে”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

তাল মিলিয়ে
মোঃ বুলবুল হোসেন

চলার পথে রাস্তার মোড়ে
কত কিছু হয়,
অন্ধ হয়ে ছুটে চলা
মনে লাগে ভয়।

পরের বাড়ি নড়েচড়ে
উঁকি মারতে ভয়,
সাধু বেটা বস্তা ভরে
আমার কিছু নয়।

বস্তা টাকে ভর্তি করে
সাধু কাঁদে তোলে,
এক পা দু পা হেঁটে চলে
দরজা দেয় খুলে।

আমি কি আর বলতে পারি
যদি কিছু হয়,
না হয় একটু চেপে বসি
চোরের দেখা নয়।

হাবুর বাবা সত্য বলায়
শাস্তি দেয় তারে,
আমি হলাম পথের পথিক
আমায় কে হারে।

সবার সাথে তাল মিলিয়ে
ছুটি পাড়াময়,
রক্ষক যদি ভক্ষক হয়
বলার কিছু নয়।

error: Content is protected !!