মূত্র-ঘাম থেকে সুপেয় পানি! মহাকাশে নতুন মাইলফলক নাসার বিজ্ঞানীদের

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

মূত্র এবং ঘাম থেকে সুপেয় পানি তৈরি করলেন নাসার বিজ্ঞানীরা। তবে পৃথিবীর মাটিতে নয়। মহাকাশে বসে এই ‘অসাধ্যসাধন’ করেছেন তারা। মানুষের শরীর থেকে নিঃসৃত তরল বর্জ্য থেকে ৯৮ শতাংশ সুপেয় পানি তারা বার করতে পেরেছেন।

এই সাফল্যকে নতুন এক মাইলফলক হিসেবে দেখছে নাসা।মহাকাশে নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এ যে মহাকাশচারীরা আছেন, দীর্ঘদিন ধরেই তারা পানির সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন। এই নিয়ে চলছিল নানা পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা। অবশেষে সুপেয় পানি তৈরিতে সাফল্য মিলেছে।

ঘাম এবং মূত্র থেকে পান করার যোগ্য পানি বার করতে পেরেছেন তারা। আইএসএস-এর মহাকাশচারীদের প্রত্যেকের দিনে এক গ্যালন শুদ্ধ পানি প্রয়োজন হয়। পান করা ছাড়াও শারীরিক ক্রিয়া, খাবার তৈরি এবং অন্যান্য প্রয়োজনে এই পানি কাজে লাগান তারা। শারীরিক বর্জ্য থেকে সুপেয় পানি নিষ্কাশনের ফলে আগামী দিনে মহাকাশের একাধিক অভিযানে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

নাসা জানিয়েছে, পরিবেশ নিয়ন্ত্রণ এবং জীবন সুরক্ষা পদ্ধতি (ইসিএলএসএস) ব্যবহার করে বর্জ্য থেকে ৯৮ শতাংশ সুপেয় পানি নিষ্কাশন সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে আগামী দিনে খাবার, পানি এবং বাতাসও পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা চলছে।

আইএসএস হল মহাকাশে ভাসমান একটি স্টেশন, যা পৃথিবীর চারদিকে ঘোরে। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় এর অবস্থান। রাতের আকাশে পৃথিবী থেকে আইএসএস দেখা যায় ভাসমান একটি আলোর বিন্দু হিসেবে। এই স্টেশনে নাসার মহাকাশচারীরা নানা গবেষণার কাজে নিযুক্ত।

সূত্র : স্পেস.কম

 

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিষ্ট ২৪

error: Content is protected !!