মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “কূ-সংস্কার”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

কূ-সংস্কার
মুহাঃ মোশাররফ হোসেন 
কূ-সংস্কারে পৃথিবীটা চলছে ধেয়ে,
তারই জন্যে আয় বরকত ফেলছে খেয়ে।
মুরুব্বীরা বলে এটা না ওটা করা যাবে না বেটা,
কোরআনে এবং হাদিসে দলিল নাই সেটা।
আরে বাবা দলিলে আছে যেটা,
সকল কূ-সংস্কার বাদ দিয়ে বলো সেটা।
পুর্ব পুরুষ এবং মুরুব্বী
বাদে সঠিক পথে চলো,
কোরআন ও হাদিস পড়ে
সঠিক কথা বলো।
দলিল বাদে কথা বলা
শরিয়তে আছে মানা,
কোরআন ও হাদিস পড়ে শিখো
যে বিষয়ে নাই জানা।
কূ-সংস্কারে সারা পৃথিবীটা
আছে ছেয়ে,
এরই জন্যে ঈমান আমল
সব কিছুই ফেলছে খেয়ে।
ভালো  কিছু যদি
তোমরা পেতে চাও,
কূ-সংস্কার বাদ দিয়ে
সঠিক পথে চলে যাও।।।
error: Content is protected !!