![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কবিতা
“ক্ষনস্থায়ী জীবন”
মুহাঃ মোশাররফ হোসেন:
এসেছিলাম একা এই ক্ষনস্থায়ী জীবনে,
আবার চলে যেতে হবে সকলের এই ক্ষনস্থায়ী জীবন থেকে,
কি হবে আর এই ধরার মাঝে থাকিয়া,
ক্ষনস্থায়ী জীবন দেখিনি কখনো ভাবিয়া।
ক্ষনস্থায়ী জীবন থেকে নিতে হবে শিক্ষা,
যেটা হবে চিরস্থায়ী জীবনের পরীক্ষা।
সকলকে চলে যেতে হবে ছাড়িয়া,
কি আর লাভ হবে এই ক্ষনস্থায়ী জীবন ধরিয়া।
এখন থেকে নিই জীবনের শিক্ষা,
আর সেটাই জীবনের দীক্ষা।
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2023/04/Picsart_23-01-24_13-08-42-563-5-300x229.jpg)