মাগুরায় অজ্ঞাত নামা এক নবজাতক শিশু উদ্ধার

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

Oমোঃ এমদাদ,শ্রীপুর মাগুরা প্রতিনিধি: 

আজ ১৭ই মে ২০২৩ বুধবার উপজেলার তখলপুর গ্রামের পশ্চিম পাড়ার লিয়াকত বিশ্বাসের স্ত্রী রুবিয়া বেগম ভোর ৫ টার দিকে হাঁটাহাঁটি করতে গেলে স্থানীয় মসজিদের পাশে ১টা ব্যাগের মধ্যে ফুটফুটে নবজাতক মেয়ে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান –

পরক্ষণে, সাবেক মেম্বার আব্দুর রউফের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর নিয়ে আসলে –

কর্তব্যরত চিকিৎসক সত্যতা নিশ্চিত করেন, এবং বাচ্চাটি সুস্থ্য রয়েছে বলে জানান ।এমন অবস্থায় শিশু বাচ্চাটি শ্রীপুর থানা পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্বাধীন অবস্থায় বাচ্চার সন্ধানী রুবিয়া বেগমের কাছে রয়েছে।

error: Content is protected !!