“মা”
“মা’ যে আমার প্রথম শিক্ষক
ভুবন ভরা আলো,
তোমার হাসি দেখলেই মাগো
মন হয়ে যায় ভালো।
অতি ছোট্ট মা শব্দটি
তুমি মহৎ বড় ,
তুমি আমায় ভালোবাসো
অনেক আদর করো।
তোমার পায়ের নিচে জান্নাত
তুমি আমার সুখ,
শান্তি পাই যে আমি সদা
দেখলেই তোমার মুখ।
মা দিবসে তোমার জন্যে
রইলো ভালোবাসা,
আমার জন্য তোমার দোয়া
থাকবে এটাই আশা।