মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী:
যুব সমাজের আয়োজনে সীরাতুন্নবী (স) মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মহিলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে মহিশালবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে
সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়।
সীরাতুন্নবী (স) মহফিলে সভাপতিত্ব করেন
আবু মুহাম্মদ বজলুর রহমান, সাবেক মুহাদ্দিস, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মাদ ওবায়দুল্লাহ।
আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা আব্দুল্লাহ বিন মুহসিন, রাজশাহী
গাজী সালাহ্ উদ্দীন বিন শামসুল হক
প্রতিষ্ঠাতা পরিচালক, আন-নূর একাডেমি। অনুষ্ঠানি সঞ্চালনা করেন মো: নাজিমুদ্দিন আহমেদ। ।মাহফিলে প্রধান আলোচক বলেন আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে টিকে থাকব তার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালিত করব। ইসলাম ব্যাতীত কখনোই শান্তি পাওয়া সম্ভব নয়। ইসলামই একমাত্র আমাদের জীবন বিধান।
প্রধান অতিথি বলেন গত ৫ আগষ্টের পূর্বে রকম আলোচনার এধরনের পরিবেশ ছিল না। অনেকের ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত আকাশের নিচে এইরকম মাহফিলে কথা বলতে পারছি । তিনি আরও বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (স)। তার চরিত্রই রয়েছে উত্তম আদর্শ। তিনি কোন নির্দিষ্ট মানবগোষ্ঠী নবী নয়। তিনি সারা বিশ্বের নবী। আমাদেরকে তার আদর্শে আদর্শিত হতে হবে।