মহারাষ্ট্র রাজ্যের বোম্বাই তে শুরু হয়েছে ২৮,দলের, জোট ইন্ডিয়ার বৈঠক

লেখক:
প্রকাশ: 1 year ago

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।🇮🇳

আগামী ২০২৪শে, লোকসভার কথা মাথায় রেখে এখন থাকতে বিরোধী দলের টিম ইন্ডিয়া র বৈঠক। এদিন মহারাষ্ট্র রাজ্যের বোম্বাই শহরে শুরু হয়েছে ২৮,টি, দলের নেতাদের নিয়ে গঠিত টিম ইন্ডিয়া র আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনা সভায় মুখ্য উদ্দেশ্য হল ভারতের কেন্দ্রীয় সরকার থেকে বিজেপি কে উৎখাত করা। এবং আগামী নির্বাচনে বিরোধী দলের মধ্যে একের বিরুদ্ধে এক প্রার্থী হিসেবে দেওয়া। এবং এখন থাকতে টিম ইন্ডিয়া র নেতা ও কর্মীরা সাধারণ ভোটারদের কাছে যাওয়া এবং তাদের মধ্যে কেন্দ্রীয় সরকারের অপদার্থের কথা তুলে ধরা। এবং সারা দেশে বিজেপি র বিরুদ্ধে প্রচার করা। সাম্প্রদায়িক শক্তি কে রুখতে সকলকেই এই টিম ইন্ডিয়া র জোটের শরিক হিসেবে কাজ করার।

আজকের এই টিম ইন্ডিয়া র বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী ও কে সি বেনু গোপাল এবং জয়রাম রমেশ এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জী এবং ডি এম কে র নেতা স্তালিন ও ডি রাজা ও আর জে ডি নেতা ও সাবেক বিহারের মুখ্যমন্ত্রী লাল্লুপ্রসাদ যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবং এস পি নেতা ও সাবেক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী অখিলেশ যাদব ও শিবসেনা নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকুর। এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এন সি পি নেতা শারদ পাওয়ার। এবং সি আই এম নেতা সিতারাম ইয়েচুরি। এবং ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ অন্যান্য নেতৃত্ব।।

error: Content is protected !!