মরোণওর বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মিতালী রানী দাস,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মোঃ রফিক মিয়ার স্ত্রী মোছা আংগুরা বেগমের নামে ছেলে জামিনুর রহমানকে নমিনি করে একটি বীমা করেন সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডে । যার বাৎসরিক প্রিমিয়াম ছিল ১৭২২০ টাকা,বীমা অংক ছিল ২ লক্ষ টাকা, ১ কিস্তি দেয়ার ৬ মাস পর নমীনি জামিনুর নদীর পানিতে পরে মারা যায়। ১কিস্তি দেওয়ার পর ছেলেটি মারা যাওয়ায় ঝুকি হিসেবে পুরো দুইলক্ষ টাকা দেওয়া হয়েছে আংগুরা বেগমের পরিবারকে।সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি শরীয়া মোতাবেক পরিচালিত মরনোওর বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে স্বপন রবি দাসের পরিচালনায়, সভাপতিও্ব করেন মোঃ আব্দুল বাছিত সুজন,চেয়ারম্যান ২ নং জয়কলস ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোঃ রুবেল আহমেদ,ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শাহীন মিয়া,ইউনিট ম্যানেজার, সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোঃআবুল কাসেম,রাজেশ চৌধুরী, এফএ,এসএলআই(সহকারী শিক্ষক গনি নগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়)।
মোঃছমির উদ্দিন, মোঃসায়েম আহমদ,মোঃ আলী নুর, এফএ,সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড।

error: Content is protected !!