শাহাজান শাকিল, মনিরামপুর :
যশোরের মনিরামপুরে সাংবাদিক আতাউর রহমানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের এর ঘটনা ঘটেছে। আতাউর রহমান দৈনিক নওয়াপাড়া পত্রিকার দূর্বাডাজ্ঞা প্রতিনিধি।
গত ৫ আগষ্ট রাতে দূর্বাডাজ্ঞা ইউনিয়নে অবস্থিত তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আতাউর রহমান অভিযোগ করেন,বিএনপির নেতা আলতাফের হুকুমে তার বাড়ি ভাংচুর করে লুট পাট করে আনুমানিক ৫লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তার বসত বাড়িতে আগুন জ্বালিয়ে সব সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে।স্থানীয়রা বলেন, আতাউর খুবই ভালো ছেলে সে কারোর সাথে ঝগড়া বিবাদ বা শত্রুতা মূলক কোন কাজ করে না। তার বাড়িতে ক্যানো লুটপাট ও ভাঙচুর হলো?আতাউর বিভিন্ন সময় এলাকার খারাপ জিনিস তুলে ধরে হয়তো সেই কারনে তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।
এ ঘটনার এলাকাবাসী সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।এ বিষয়ে বিএনপি নেতা আলতাফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।