মোঃ এমদাদুল হক উপজেলা প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার, ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও সঙ্গে শিলাবৃষ্টি হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃষ্টির পরিমাণ কম হলেও কোথাও কোথাও স্তূপ জমে যায় শিলার।
শিলাবৃষ্টির কারণে, ধান-সহ খতি হয়েছে আম ও লিচুর মুকুলসহ , গম ভুট্টা পেঁয়াজ রসুন ক্ষেতের ক্ষতির কথা ভাবছেন চাষিরা। উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের,
এক চাষির সূত্রে জানা যায়, ১ বিঘা জমিতে ধান চাষে ডিপ মালিক পক্ষ কে পানির মুল্য দিতে হয় ২২ থেকে ২৫ শত টাকা করে, সার কিষেন তো আছেই। উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর উপজেলার হরিদাস কাটি, ঢাকুরিয়া, খানপুর, ভোজগাতি, কামালপুর এলাকা দিয়ে, ১০ থেকে ১৫ মিনিট ধরে, শীলাবৃষ্টি, হয়েছে।