মতিউর রহমান মতির লেখা কবিতা বসন্তকাল

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

শীত গেল যে শীত গেল যে
আসলো শেষে বসন্তকাল,
বুক জুড়ে যায় চির সতেজ
শিমুল ফুলের ডাল।

কোন গাছের বৈচি পাতা
শুনছে যখন আসছে রাজা
ঝড়ছে তখন পুরান পাতা
খুলছে এবার চমক ছাতা।

আসবে যখন নতুন কলি
সাজবে আবার গাছের ছাতা
ডাকবে তখন নানান পাখি
দেখবে সবাই দুচোখ ভরি।

পাখপাখালি জেগে উঠে
কি সমুধির গান যে ধরে
আমরা যখন শুনতে পাবো
কোকিল গানে জগৎ ছাড়িবো।

আসবে আবার কুটুমবাড়ি
আম কাঁঠালের ভোজন করি
বসন্তকালের সময় ধরে
আমর বাণী শেষ যে করি ।

(কিশোরকন্ঠ কবিতা লেখা প্রতিযোগীতায় ইসলামপুর থানা শাখায় ৩য় স্থান অধিকারি)

সংগ্রহ: জাবির আহমেদ জিহাদ

error: Content is protected !!