মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রতিমন্ত্রীর পরিচয় দেওয়ায় জরিমানা ১০ হাজার থেকে ৫ হাজারে

লেখক:
প্রকাশ: 2 years ago

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রতিমন্ত্রীর পরিচয় দেওয়ায় জরিমানা ১০ হাজার থেকে ৫ হাজারে

মোঃ হাবিবুল্লাহ হুসাইন নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের মণিরামপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস।
অনুমোদনহীন ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে রাখার জন্য তাপস ফার্মেসীর তাপস কুমার ভট্টাচার্য কে প্রথমে ১০ হাজার টাকা জরিমানা করার কথা হলেও তাপস কুমার ভট্টাচার্য প্রতিমন্ত্রীর পরিচয় দেওয়ায় ৫ হাজার টাকা করা হয় এবং রাবেয়া ফার্মেসী কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ফার্মেসী থেকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর পর তাপস ফার্মেসীর মালিক তাপস কুমার ভট্টাচার্য বারবার প্রতিমন্ত্রীর পরিচয় দিয়ে সকল ঔষধ ফার্মেসীর দোকান বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন ম্যাজিস্ট্রেটকে। এক পর্যায়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে ম্যাজিস্ট্রেট নিজ কার্যালয়ে ফিরে যায় এবং ব্যাবসায়ী দের তার কার্যালয় এ যাওয়ার জন্য বলেন। জব্দ করা মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অনুমোদনহীন ঔষধ ম্যাজিস্ট্রেট তার সঙ্গেই নিয়ে যান। পরবর্তীতে এ ধরনের অভিযান পরিচালনা হবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি।

error: Content is protected !!