মুহাঃ মোশাররফ হোসেন:
মণিরামপুর উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ মে শুক্রবার সন্ধায় মণিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জননেতা মোঃ আমজাদ হোসেন লাভলু-কে সংবর্ধনা প্রধান করেন।
মশ্মিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আজব আলীর উদ্যোগে ও বিশিষ্ট প্রবাসী ব্যাবসায়ী তরুন সমাজ সেবক মোঃ মেহেদী হাসান রনির সার্বিক সহযোগিতায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু কে সংবর্ধনা প্রধান করেন ইউনিয়ন বাসী।
সংবদ্ধিত অতিথি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বক্তব্য বলেন, মণিরামপুরে আর কোন স্বৈরতান্ত্রিক ভাবে, বয়ষ্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা,ভিজিডি ভিজিএফ, কর্মসূচী সহ কোন কার্ড করতে টাকা নেওয়ার চেষ্টা করা হলে এবং প্রমান পেলে তাত্ক্ষণিক ব্যাবস্থা নেওয়া হবে।
নির্বাচিত ইউপি সদস্যদের সতর্ক করে তিনি সঠিক ও যোগ্যদের খুজে বের করে জননেত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি সকল সুবিধা বন্টনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান।পাশাপাশি তিনি ইউপি চেয়ারম্যানদের একক সেচ্ছাচারিতা কে কঠোর ভাবে প্রতিহত করবার ঘোষণা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন
মণিরামপুর উপজেলা নির্বাচনে আমজাদ হোসেন লাভলু নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক সাবেক কমিশনার গোপাল মল্লিক,
মণিরামপুর উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক মণিরামপুর উপজেলা ছাত্রলীগের ও উপজেলা যুবলীগ নেতা তারেখ মির্জা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফেরদৌস রানা,মশ্মিমনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আ মান্নান, মশ্মিমনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি দীপংকর সহ আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুকে ফুল দিয়ে বরন করে নেন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আজব আলী,যুবনেতা অমিত হাসান,সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।