মণিরামপুর বাজে কুলটিয়া সড়ক অনিয়মের অভিযোগে জনসাধারণের মানববন্ধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোর মণিরামপুর উপজেলার সুজাতপুর মোড় হইতে বাজে কুলটিয়া হয়ে জহর মশিহাটী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত।২ কিঃ মিঃ সড়কের ২ কোটি ১৭ লক্ষ টাকা সরকারি বরাদ্দ
পিচ করণ,সহ সড়কের সাইড ঢালায় পিলার দ্বারা বেঁধে দেওয়ার টেন্ডার পাই আনন্দ বিশ্বাস নামে এক ঠিকাদার। শুরু থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বারবার এলাকা বাসী প্রতিবাদ করলেও কোনো সমাধান হয়নি বলে দাবী করেন সাধারণ মানুষ। সড়কে নিন্ম মানের তিন,চার নং ইটদিয়ে রাতের আধারে কাজ সম্পূর্ণ করার অভিযোগ ও করেন এলাকাবাসী। ১৫ই জুলাই বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মের বিরুদ্ধে নিউজ প্রকাশিত হলেও। মণিরানপুর উপজেলা প্রকৌশলী জনাব বিদ্যুৎ কুমার দাশ দু দিনের জন্য কাজ বন্ধ রেখে পুনারায় রাতের আঁধারে কাজ সম্পূর্ণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু পরবর্তীতে উপজেলা প্রকৌশলী কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী। সর্বশেষ ৩১-০৭-২৩ তারিখে এলাকাবাসী গণ সাক্ষরিত একটি আবেদন করেন জেলা প্রশাসক বরাবর।কিন্তু তাতেও কোনো সমাধান তো দুরে থাক আজ পর্যন্ত কোনো খোঁজখবর নেইনি বলে অভিযোগ করেন এলাকাবাসী। দীর্ঘ ৩ মাস পর ২২শে নভেম্বর সড়কে পিচ চলাকালীন তিন গ্রামের সাধারণ মানুষ এক হয়ে সড়ক অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেন। দাবী করেন এই সড়ক টি ২কোটি ১৭ লক্ষ টাকা সরকারি বরাদ্দ হলেও ৬০/৭০ লক্ষ টাকা খরচ করে সড়ক টি সম্পূর্ণ করছেন,তিন নং ইটের খোয়া ও বালির জায়গায় ইটের রাবিশ দিয়ে রাস্তা প্রস্তুত করা হয়
বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এবিষয়ে মণিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের কাছে ফোন করলে তিনি বলেন, আজ পিছ দিয়েছে উঠে যেতেই পারে।তার পরও বিষয়টি আমি দেখছি।কিন্তু তিনি কাজটি বন্ধ না করে কাজ চলমান রেখেছেন বলে যানাযায়।

error: Content is protected !!