মণিরামপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে পৌর বাসীর ক্ষোভ

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মণিরামপুর প্রতিনিধি:

দীর্ঘ তাপদাহের পর ২২জুন বৃহ: শান্তির বৃষ্টিতেই যেন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মণিরামপুর পৌরবাসীর। মণিরামপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আবর্জনায় ভরপুর নালা-নর্দমার পাশ দিয়ে মানুষের হাঁটাচলা দায় হয়ে উঠেছে। দুর্গন্ধে বিষিয়ে উঠছে পৌরবাসি। এছাড়াও আজ সামান্য বৃষ্টিপাত হওয়ায় নালা-নর্দমার আবর্জনা রাস্তায় উঠে যায়। এরফলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

মনিরামপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ থাকাই এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় রাস্তার উপরে পানি জমে যায়। মনিরামপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এটা খুবই দুর্ভাগ্যজনক।
মনিরামপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের ভগবান পাড়ার ভিতরে, পাবলিক লাইব্রেরীর সামনে,পশু হাসপাতাল, অডিটোরিয়াম এর সামনে ও সাব রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তার উপর হাটু সমান পানি জমে থাকতে দেখা যায়।
রাস্তার উপর হাটু সমান পানি বেধে থাকায় যাতায়াতে অসুবিধা এবং ভোগান্তিতে পড়েন পৌরবাসী সহ পথচারীরা। এছাড়া মণিরামপুর পৌরসভার ড্রেনেজ ব্যাবস্থা নাজুক থাকায় ভগবান পাড়ার ভিতরে বাড়ির উঠানে ড্রেনের ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত পানি জমা হয়েছে।এতে ক্ষোভ প্রকাশ করেন পৌর বাসী।

পথচারী রাশেদ বলেন, মনিরামপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দেখেন সামান্য বৃষ্টিতে এখন কি অবস্থা। শুধু খাতা কলমে প্রথম শ্রেণীর পৌরসভা বাস্তবে না, সব টাকা খাওয়ার ধান্দা।

মণিরামপুর তিন নাম্বার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা রানী বলেন, পৌরসভা থেকে ড্রেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে এখন রাস্তার উপর পানি জমে গেছে। ড্রেনের ময়লা আবর্জনা সবকিছুই দেখেন রাস্তার উপর চলে আসছে। দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা সব কিছুই পানির সাথে মিশে একাকার হয়ে রাস্তার উপর চলে আসছে,আমাদের বাড়ির ভিতর চলে আসছে ।রস্তা দিয়ে চলাচল করা এখন কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়ছে।আমরা চাই দ্রুত ড্রেন টি পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হোক।
পৌরবাসীর দাবি দ্রুত পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হোক।

error: Content is protected !!