মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি,জামায়াতের হত্যা সন্ত্রাস, নৈরাজ্যে ও হরতালের প্রতিবাদে আজ রবিবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হযেছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি. জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।