ভারতের মুসলিম উম্মাহর ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে আগামীকাল কলকাতার ধর্মতলা যাওয়ার ডাক জমিয়তের 

লেখক: Champa Biswas
প্রকাশ: 5 hours ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

সারা ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ধর্মীয় সম্পত্তি কেড়ে নেবার যে কালা আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি এবং তার দোসর হিসেবে আর এস এস তার প্রতিবাদে আগামী কাল ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে কলকাতার রাস্তায় নামতে চলেছে জমিয়ত।

আজ তার প্রস্তুতি সভা হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানা র অন্তর্গত ঘোলার মোড়ে ব্লক জমিয়তের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

এই পথসভায় আগত বক্তারা বলেছেন যে স্বাধীনতার সময় থেকে ভারতের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ ব্রিটিশ সরকারকে বিরুদ্ধে লড়াই চালিয়ে ভারতের স্বাধীনতা এনেছিলেন। তাতে কয়েক হাজার ইসলামী পন্ডিত ও চিন্তাবিদ এবং মাওলানা মৌলবীদের শহীদ হতে হয়েছে।

সেই সঙ্গে ওহাবী আন্দোলন ও খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিলেন মুসলিম উম্মাহর নেতৃত্ব।

কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের কে পিছনে ফেলতে এবং তাদের বসবাস করার অধিকার কে কেড়ে নিতে এবং উচ্ছেদ করতে পাঁয়তারা করছে গোঁড়া হিন্দু সম্প্রদায়ের কিছু সংগঠন।

তাদের মধ্যে আর এস এস ও বিশ্ব হিন্দু পরিষদ এবং বর্তমান বিজেপি।তারা চাইছে যে যে ভারতের বসবাস করা মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে কে দেশ ও তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা। এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদ ও মাদ্রাসা ও খানকা এবং ঈদগাহ মাঠ সহ অন্যান্য স্হান কে দখল করতে। এবং বিভিন্ন যায়গায় মসজিদ কে ভেঙ্গে মন্দির করার পরিকল্পনা করছে। এবং মিথ্যা মামলা দিয়ে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় কে কারাগারে পাঠানোর আদেশ দিচ্ছে বিজেপি সরকার।

এবং আগামী দিনে ভারতে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের মসজিদ ও মাদ্রাসা এবং ঈদগাহ ও খানকা র সম্পত্তি কেড়ে নিয়ে নেবার জন্য আইন আনতে যাচ্ছে তার বিরুদ্ধে সারা দেশে জামায়াতের নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

আগামী কাল পশ্চিম বাংলার জমিয়তের ডাকে এই কালা আইন এর বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি রক্ষা ডাক দিয়েছে। এই সভায় উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও ফুরফুরা শরীফের পীরগন ও বিভিন্ন মুসলিম উম্মাহর গন সংগঠনের নেতা কর্মীরা।

আগামী কাল যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে কয়েক লাখ মানুষ এর সমাবেশ হবে। সেই সঙ্গে আগামী কাল শপথ নেবেন ভারতের বুকে ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে সব ধরনের প্রস্তুতি নেবার।

error: Content is protected !!