ভারতের জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে সংবিধান দিবস পালিত হচ্ছে 

লেখক: Champa Biswas
প্রকাশ: 5 hours ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ সারা ভারতে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে ভারতের সংবিধান দিবস।

এই সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য ভারতের জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে দিল্লীর সদর দপ্তর এবং কলকাতার বিধান ভবন এর পশ্চিম বাংলার জাতীয় কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকার এর নেতৃত্বে কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার নেতাজি সুভাষ চন্দ্র মুর্তি পর্যন্ত বিশাল পদযাত্রা শুরু করা হয়।

এই রাজ্যের বিভিন্ন জেলার জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। আজকের এই পদযাত্রা য় নেতৃত্ব দেন পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা প্রদেশ কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি শ্রী তপন দাস ও প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক ও নেতা আশুতোষ মুখোপাধ্যায় ও সেবা দলের রমেন পান্ডে ও কলকাতার পৌরসভার বিরোধী দলের নেতা ও ভারতের জাতীয় কংগ্রেস এর কাউন্সিলর শ্রী সন্তোষ পাঠক ভারতের জাতীয় কংগ্রেস এর নেত্রী কৃষ্ণা দেবনাথ এবং মায়া ঘোষ সহ পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর নেতা ও কর্মীরা।

error: Content is protected !!