ভারতীয় নৌবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে ১৮জন, পাক নাবিককে

লেখক:
প্রকাশ: 9 months ago

 ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম পৃথিবীর কুখ্যাত জলদস্যুদের হাত থেকে আঠারো জন পাকিস্তানি নাগরিক কে ভারত মহাসাগর থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। আজকের এই জলদস্যুদের দ্বারা ভারত মহাসাগরে একটি পাকিস্তানের জাহাজ সহ আঠারো জন নাবিক নিয়ে দেশের পথে ফিরছিল। কিন্তু ভারত মহাসাগরের তীরে সোমলিয়ার জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন পাকিস্তানের নাবিকদের দল। এবং তাদের কে অপহরণ করে মুক্তিপণ চায় সোমলিয়ার জলদস্যুদের দল। খবর পেয়ে পৌঁছে যায় ভারত মহাসাগরের বুকে অবস্থিত ভারতের নৌবাহিনীর একটি জাহাজ। সোমলিয়ার জলদস্যুদের ঘিরে ফেলে। এবং কিছু করার আগে তারা আগ্নেয় অস্ত্র সহ সেলেন্ডার করে এবং তাদেরকে গ্রেফতার করে ভারতের নৌবাহিনীর সদস্যরা। এর আগে একটি ইরানের জাহাজ কে সোমলিয়ার জলদস্যুদের দল অপহরণ করে, সেই বার ভারতের নৌবাহিনীর একটি দল সোমলিয়ার জলদস্যুদের ঘিরে ফেলে এবং তাদের কে গ্রেফতার করে। ভারত মহাসাগরের আফ্রিকার এই দেশ সোমলিয়া ভারত মহাসাগরের বুকে অবস্থিত। সেই কারণে বহু জাহাজ সোমলিয়ার কাছ থেকে যাতায়াত করে এবং ভারত মহাসাগরের বুক দিয়ে যায় ও আসে। এই সুযোগ নেয় সোমলিয়ার জলদস্যুদের দল। এর আগে বহু বার ভারতের নৌবাহিনীর সদস্যরা বহু জাহাজ সোমলিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত করে। আজকের এই পাকিস্তানের নাবিকদের মুক্ত করার পর সকলেই ভারতের নৌবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

error: Content is protected !!