ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও অবস্থান 

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 weeks ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর সদরের অংশ বিশেষ , অভয়নগর-মনিরামপুর-কেশবপুর উপজেলার সম্পূর্নাংশও খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার একাংশ নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ( ৮ই অক্টোবর) বিকাল ৩:০০ টায় যশোর জেলার অভয়নগর ও মনিরামপুর উপজেলার সন্ধিস্থল মশিয়াহাটী ডিগ্রি কলেজের সামনে বাংলাদেশ কৃষক সমিতি মনিরামপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

কৃষক নেতা অভিমন্যু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রখেন কৃষক সমিতি যশোর জেলা সভাপতি আব্দুর রহিম, এ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, কৃষক সমিতি জেলা সম্পাদক মফিজুর রহমান নান্নু, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কৃষক সমিতির সাবেক জেলা সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সিয়াম, মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মন্ডল,

নেহালপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক দেবাশীষ রায়,সুজাতপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী বৈরাগী, কবি অজিত,যমুনা বিশ্বাস প্রমূখ।

সমাবেশে বক্তারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারনে ভবদহ অঞ্চলের মানুষের দু:খ-দুর্দশার কথা তুলে ধরেন।বক্তারা আরও বলেন,জলাবদ্ধতা সমস্যা সমাধানে আমডাঙা খাল সহ, সব খাল সংস্কার, ভবদহ স্লুইস গেট থেকে মোহনা পর্যন্ত নদীতে ড্রেজিং, দ্রুত বিল কপালিয়া সহ অন্যান্য বিলে টি আর এম প্রকল্প চালু করতে হবে, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও ব্যাংক-এনজিওর ঋণের কিস্তি আদায় বন্ধ ও সাস্থ্য সেবা নিশ্চিত, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরন সহ পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তাছাড়া বিগত সরকারের আমলে ভবদহ জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পের বরাদ্ধ হওয়া অর্থ লুটপাটকারীদের শাস্তির দাবি জানান ও প্রকল্পের নামে লুট হওয়া শতকোটি টাকা রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান।

error: Content is protected !!