ইমরান হোসেন বাগআঁচড়া প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে ২পিস স্বর্ণের বারসহ তানভীর রহমান (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
রোববার (৭ মে) দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানভীর ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর-বি০০৩৬১৩২২।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা আব্দুর রহিম বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়।
এ সময় পাসপোর্টধারী যাত্রী তারভীরকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার না করায় তার পেট এক্সরে করে বেলুনে মোড়ানো দুটি স্বর্নেরবার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণেরবারের আনুমানিক মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা।