বেনাপোল সীমান্তে ৬২কেজি গাঁজাসহ আটক-৩

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 days ago

সোহেল রানাঃ 

যশোরের বেনাপোল সীমান্তে যৌথ অভিযানে ৬২ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ ও ৪৯বিজিবি সদস্যরা।

শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বাহাদুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আবু বক্করের ছেলে জসিম উদ্দিন (৩৫), বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাগর হোসেন (২৪) ও শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আঃ মমিনের ছেলে ইমরান হোসেন (২৭)।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে. রাসেল হোসেন গাঁজাসহ তিন পাচারকারী আটকের বিয়টি নিশ্চিত করে বলেন,

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!