সাইবুর রহমান সুমন,শার্শা প্রতিনিধিঃ
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ৩০,০০০ হাজার ইউএস ডলার, বিদেশী মদ, বিভিন্ন প্রকার ঔষধ, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি সার্বিক দিক নিদের্শনায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ডলারের একটি বড় চালান ভারত হতে বাংলাদেশে পাচার হতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখ শাহজাদপুর বিওপির হতে নিয়মিত টহল চলাকালীন সন্দেহভাজন চোরাকারবারী আটকের জন্য নদীর পাড়ে বালু ঘাট নামক স্থানে ফাঁদ পেতে থাকে।
কিছু সময় পর একজন সন্দেহভাজন চোরাকারবারী বিজিবির টহলদল দেখে পার্শ্ববর্তী নদীতে ঝাঁপ দেয়। তৎক্ষনাত টহলদল উক্ত চোরাকারবারীর হাত ধরে আটকের চেষ্টা করলে চোরাকারবারী তার হাতে থাকা গামছা ফেলে নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত গামছার ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৩০,০০০ ইউএস ডলারের উদ্ধার করে। এছাড়াও বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোষ্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৪০,৫২,৩৫০/-(চল্লিশ লক্ষ বায়ান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা মূল্যের ইউএস ডলার, বিদেশী মদ, বিভিন্ন প্রকার ঔষধ, পান মসলা, সিগারেট এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।