বিএম মোস্তফা মহিতুজ্জামানের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সাংসদ সদস্য হাফেজ আলহাজ্ব এস.এম ইয়াকুব আলী

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

মো: নয়ন হাসান মণিরামপুর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিরামপুর থেকে নির্বাচিত হাফেজ আলহাজ্ব এস এম ইয়াকুব আলী শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে  রবিবার দুপুর ১ টায়  মনিরামপুর পৌঁছালে এক বিশাল গনসংবর্ধনা দেওয়া হয় এই নবনির্বাচিত সাংসদকে। উক্ত বিশাল গনসংবর্ধনায় নবনির্বাচিত সাংসদ এস.এম ইয়াকুব আলীকে ফুল দিয়ে বরণ করে নেন ১৭নং মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিএম মোস্তফা মহিতুজ্জামান। এসময়  হাজার হাজার জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নব নির্বাচিত সাংসদ আলহাজ্ব এস এম ইয়াকুব আলী ।   উক্ত গনসংবর্ধনায় নবনির্বাচিত সাংসদ বলেন সন্ত্রাসীর কোন স্থান মণিরামপুরে নাই। মণিরামপুরে কোন দুর্নীজিবাজ ও দুষ্কৃতিকারী থাকবে না। জননেত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস ও দুর্নীতি দমনকে অগ্রাধিকার দিয়েছেন। সেই লক্ষ্যে আমি সন্ত্রাস,দুর্নীতি ও চাঁজাবাজমুক্ত মণিরামপুর গড়তে চাই। মণিরামপুরের জনগণ দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটিয়ে আমাকে নির্বাচিত করেছেন।  মণিরামপুরে কোন দুষ্কৃতিকারী থাকবে না। কোন দখলদার থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। মণিরামপুরের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস  করতে পারে তার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে রবিবার মনিরামপুরে পৌঁছালে সেখানে উপস্থিত লক্ষ জনতার মধ্যে চলে বাঁধভাঙা উল্লাস। ভক্তের হৃদয়ে আসন স্থাপন করেন অনন্ত কালের জন‍‍্য। জনগণের স্বতস্ফুর্ত উপস্থিতিতে বিশাল গনসংবর্ধনায়  বক্তব্য প্রদানকালে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস.এম ইয়াকুব আলী উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা আমাকে কেউ এমপি বলে ডাকবেন না।  আমি নেতা হতে চাই না। আমাকে ভাই সম্বোধন করলেই আমি খুশি হবো। আমি জনগণের সেবক হতে চাই।  তিনি মণিরামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে ভালোবেসে নিঃস্বার্থে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি চিরঋণী হয়ে থাকবো। আপনাদের সেই ঋণ আমি  আপনাদের কল্যাণে কাজ করে শোধ করার চেষ্টা করবো।
 এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি মো: বজলুর রহমান। সাধারণ সম্পাদক মোঃআব্দুল হালিম গাজী। মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা বিল্লাল,রাকিবুল, পারভেজ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও আপামর জনগণ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!