বাংলাদেশে দীর্ঘ ১ বছর কারাভোগ শেষে ভারতে ফেরত

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে দীর্ঘ ১ বছর কারাভোগ শেষে নিজ দেশ ভারতে ফিরলেন ভারতীয় নাগরিক মোঃ আফফান শেখ। বৃহস্পতিবার দুপুর ১ টায় ভারতের মুর্শিবাদ জেলার জলঃগী থানার সরকার পাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে আফফান শেখ ( ২৮) চুয়াডাঙ্গা জেলার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত মেইন পিলার ৭৬ নং দিযে নিজ দেশ ভারতে ফিরলেন।

দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ও ভারতের গেদে চেকপোস্টের মাধ্যমে উভয় দেশের প্রশাসনিক কার্যক্রম শেষে তার বাবা ইসমাইল শেখ এর উপস্থিতিতে স্বদেশ প্রত্যাবাসন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।।বাংলাদেশ ও ভারত উভয় দেশের প্রতিনিধি দলের সমন্বয়ে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই মোঃ আবু নাঈম-ইনচার্জ জয়নগর চেকপোস্ট,এসআই স্বপন কুমার সরকার দর্শনা থানা,মোঃ আব্দুল জলিল নায়েব সুবেদার জয়নগর বিজিপি ক্যাম্প কমান্ডার, মানবাধিকার কর্মী মোঃ আহসান হাবিব মামুন, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন,শ্রী মহেশ-সহকারি ক্যাম্প কমান্ডার গেদে বিএসএফ,ইনচার্জ গেদে ইমিগ্রেশন গোপাল চন্দ্র দে,ইনচার্জ গেদে কাস্টমস সুব্রত মন্ডল,এস আই সুমন কুমার ঘোষ-কৃষ্ণগঞ্জ থানা,ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা-এস আই রতন কুমার বিশ্বাস,মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল।

error: Content is protected !!