বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 5 days ago

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে রামনগর ইউনিয়নে সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে  পিকেএস পরিবার কল্যাণ সমিতি, যশোর এর আয়োজনে দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, আস্ট্রেলিয়ার সহযোগীতায় রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। ১৬ ই নভেম্বর সকালে বিদ্যালয় শ্রেণিকক্ষে রোগীদের এই বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।
জানাযায়,পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডাক্তার লুৎফুন নাহার ইমা ও দক্ষ মেডিকেল টিম দ্বারা রোগীদের পরীক্ষা ও সেবা প্রদান করেন। তবে উক্ত ক্যাম্পে দুই শতাধিক রুগীকে সেবা প্রদান করা হয়। ১৫০ জন রোগীদের চোখের ড্রপ, এবং  ৫০ জন রোগীদের চশমা বিনামূল্যের চক্ষু সেবা প্রদান করা হয়। তবে যে সমস্ত রোগীরা  চোখের ড্রপ ও ওষুধ এবং চশমা পায় নাই। তাদেরকে আগামীকাল প্রদান করা হবে বলে তার আশ্বাস দেন ।
এ সময় চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের আমির অধ্যাপক মোসাহাক আলী, সদর থানার সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, ৫নং  ওয়ার্ডের সভাপতি ডাক্তার রেজাউল করিম, এছাড়াও উপস্থিত ছিলেন সাহাজুর রহমান, হাসান আলী, মাওলানা শাহজাহান, ফারুক হোসেন, ইমতিয়াজ আহমেদ এরশাদ প্রমুখ। বিনামূল্যে চক্ষু ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন, রামনগর  ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।
error: Content is protected !!