বর্ষাকাল

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

বর্ষাকাল
মোঃ মিজানুর রহমান কাব্য

বর্ষাকালে সমান তালে
বৃষ্টি ফোটা পড়ে,
জলের ধারা পাগল-পারা
পুকুর ডোবা ভরে।

কৃষক যারা আত্মহারা
করবে কৃষি সবে,
ধান ফসলে লাভ আসলে
ভরবে গোলা তবে।

কদম ফুলে বাতাস দুলে
ঘ্রাণে মুখর করে,
ফুলও ফোটে ভ্রমর ছোটে
মধু লুটার তরে।

ছেলেরা সব করে যে রব
ভরা ডোবার জলে,
বকুনি দেয় কোলে মা নেয়
দুষ্টু ছেলে বলে।

মায়ের দেশে বৃষ্টি হেসে
বলে সবার ভবে,
আলো বাতাস নীলা আকাশ
করুণা দেয় র’বে।

সংগ্রহে :মোঃ আরিফ

error: Content is protected !!