বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মারমা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখা

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:

গত কয়েক দিনের টানা বৃষ্টিও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন খাগড়াছড়িবাসী। বন্যায় পানি বন্দী ঘর গুলো পানি কমে গেলেও খাবার সংকটে ভুগছে সেখানকার মানুষেরা। কেউ পানি আবার কেউবা শুকনো খাবার এবং এক বেলা ভাত খেয়ে রাত কাটিয়েছে পানছড়ি উপজেলা বাসিন্দারাও।

এমন খবর শুনে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখা নেতাকর্মীরা।
আজ বিকালে কংচাইরী পাড়া মারমা যুব কল্যাণ সংঘ ক্লাবের সার্বিক সহযোগিতায় পানছড়ি উপজেলার  কুড়াদিয়া ছড়া, উগলছড়ি, কংচাইরী পাড়া, ম্রাচানাই কার্বারীপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত অর্ধশতাধিক পরিবারের মাঝে হাসি ফুটাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখা নেতৃবৃন্দ।

ত্রাণ সামগ্রী বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা শাখা সিনিয়র সভাপতি অংহ্লাপ্রু মারমা,পানছড়ি উপজেলা শাখা সহ সভাপতি কংজরী মারমা, উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক অংগ্য মারমা, লতিবান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নব নিযুক্ত জনপ্রতিধি সুওয়াই মারমা, মারমা যুব কল্যাণ সংঘ ক্লাবের সভাপতি অংগজাই, ক্লাবের সাধারণ সম্পাদক মংসানু মারমা, ম্রাচানাই কার্বারীপাড়ার সমাজ সেবক চংঅং মারমা, বাবু মারমা, থুইচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, আলু, পেয়াজ।

সংগঠনের সূত্রে জানাগেছে, বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

error: Content is protected !!