![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
তহিদুল ইসলাম যশোর
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উদ্দ্যেশ্য ছিলো একটি আত্নমর্যাদাশীল স্বাধীন বাঙ্গালী জাতি ও স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু এ দেশের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তথা শোষিত-বঞ্চিত মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে একটি স্বাধীন স্বার্বোভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছিলো।
জাতীয় শ্রমিক লীগ মনিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১ মে মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি অারও বলেন, বঙ্গবন্ধু কৃষক শ্রমিককে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক লীগ বাকশাল গঠন করেছিলেন। শ্রমজীবি মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য বৈজ্ঞানিক সমাজব্যবস্থা তথা সমবায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুষম অর্থনীতির পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু স্বাধীনতা বিরােধী চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ক্ষমতা দখল করে দীর্ঘ ২১ বছর ক্ষমতা দখল করে রেখে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। দেশকে উন্নয়ন থেকে অনেক পিছনে ঠেলে দিয়েছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হবার পর থেকে দেশ অাজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। দেশের সকল সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। শ্রমিক তার ন্যায্য মজুরি তথা অধিকার পেয়েছে। কৃষক তার উৎপাদিত পন্যের উপযুক্ত মূল্য পাচ্ছে। তথাপিও শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2023/05/IMG-20230501-WA0016-300x135.jpg)
জাতীয় শ্রমিক লীগ মনিরামপুর উপজেলা শাখার আহবায়ক চিন্ময় মজুমদার (বাবু) এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলী, যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বিশিষ্ট আওয়মীলীগ নেতা ও আইনজীবি এ্যাড. বশির আহম্মেদ খান, বীরমুক্তিযোদ্ধা মো: আলাউদ্দীন,জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ চান মিয়া মনিরামপুর পৌর জাতীয় শ্রমিক লীগের মনসুর আহমদ, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।