ফতেপুর গ্রামে তালগাছ রোপন ও চারা বিতরণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

বুলবুল হোসেন:

বজ্রপাতের ঝুঁকি কমাতে, পরিবেশ বাঁচাতে সবুজ পৃথিবীর উদ্যোগে তালগাছ রোপন কর্মসূচীর অংশ হিসেবে আজ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামের বিভিন্ন রাস্তার পাশে তাল গাছের চারা রোপন করা হয়। তারা রোপনের আগে চারাবাড়ী বাজারে স্থানীয় একটি বিদ্যালয়ে বৃক্ষ রোপনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উদ্যমশীল যুব সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সহিদ মাহমুদ, লন্ডন প্রবাসী সমাজ সেবক মনোয়ার মোহাম্মদ, এস এস নিরাপদ কৃষির সভাপতি এস এম শাহীন হোসেন, মোঃ আঃ সাত্তার ও চিকিৎসক মোঃ চান মিয়া। আলোচনা শেষে সকলের মাঝে বিনামুল্যে তাল গাছের চারা বিতরণ করা হয়। ফতেপুর গ্রামের সব রাস্তা ও সব বাড়ীতে তাল গাছের চারা রোপন করা হবে। সবুজ পৃথিবীর সহযোগিতায় এই কর্মসূচী বাস্তবায়ন করবে উদ্যমশীল যুব সংস্থা।

সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ বলেন আমরা সারা দেশে বৃক্ষ রোপন করলেই এই ফতেপুর গ্রাম নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে, এই গ্রামের প্রতিটা বাড়ীতে আমরা বিভিন্ন ধরনের ফলের ও ওষুধী গাছের চারা রোপন করবো। ফতেপুর গ্রাম হবে পরিবেবান্ধব নিরাপদ কৃষির একটি গ্রাম। এই ফতেপুর থেকেই শুরু হবে আমাদের পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার কাজ।

error: Content is protected !!