প্রতারণার অভিযোগে অভিযুক্ত কলকাতা পুলিশের এ সি পি সোমনাথ ভট্টাচার্য গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: 2 years ago

প্রতারণার অভিযোগে অভিযুক্ত কলকাতা পুলিশের এ সি পি সোমনাথ ভট্টাচার্য গ্রেপ্তার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

যে রক্ষক সে ভক্ষক। এমন ঘটনা ঘটেছে কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশের কাছে বহু দিন ধরে অভিযোগ ছিল কলকাতা পুলিশের অস্টোম ব্যাটেলিয়ন এর এ সি পি শ্রী সোমনাথ ভট্টাচার্য কিছু মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে কলকাতায় হুক্কা বারের লাইসেন্স করে দেবেন বলে টাকা তুলছিলেন। কিন্তু তিনি যখন তা দিতে পারেননি, তখন তার বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ করেন অভিযোগ কারীরা। এবং তদন্ত শুরু করেন বিধান নগর পুলিশের কমিশনার। এবং সাথে সাথে অভিযোগ পেয়ে কলকাতা পুলিশের ৮,তম, ব্যাটেলিয়ন শ্রী সোমনাথ ভট্টাচার্য কে গ্রেপ্তার করা হয়। কারণ এমন তেই কলকাতা পুলিশের পক্ষ থেকে হুক্কা বারের লাইসেন্স প্রদান করা বন্ধ করে দিয়েছে। এই হুক্কা বারের কাস্টোমার দের সারা রাত ধরে খুলে রাখতে হবে। কিন্তু কলকাতা সি এম সি এবং কিছু এন জি ও পক্ষ থেকে তা বন্ধ করতে হবে রাত ১২,টার, মধ্যে। এই নিয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্হার বেঞ্চ এ। বিচারপতি কলকাতা পুলিশ কে নির্দেশ দেন যে কলকাতা পৌরসংস্থার কোন আইনে বলা হয় নি যে সারা রাত হুক্কা বার খোলা থাকবে না। তাই তিনি বলেন যে হুক্কা বার সারা রাত খোলা থাকতে পারে। তার পর থেকে কিছু মানুষ হুক্কা বার খোলার জন্য কলকাতা পুলিশের কাছে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন। তার সেই কাছে যুক্ত ছিলেন এই কলকাতা পুলিশের এ সি পি শ্রী সোমনাথ ভট্টাচার্য। তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ হতে।।

error: Content is protected !!