বিনোদন ডেস্কঃ
প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে চিত্রনায়িকা ববি হক অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। সোমবার (১২ই জুন) পোস্টার রিলিজের মাধ্যমেই ‘ময়ূরাক্ষী’ সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। সিনেমার নির্মাতা রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে দু-এক দিনের ভেতর সিনেমার সেন্সর সার্টিফিকেটও হাতে পাবেন বলে জানান তিনি।
তবে ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন জানিয়ে রাশিদ পলাশ বলেন, ঈদে অনেক সিনেমার ভিড়ে ‘ময়ূরাক্ষী’ দিতে চাই না। তাই ঈদের পর সিনেমাটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করব আমরা।
জানা যায়, ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পর্দায় ববির সঙ্গে দেখা যাবে অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপকে। রায় সন্দীপের চিত্রগ্রহণে রাজধানীর বিভিন্ন লোকশনে শুটিং হয়েছে ‘ময়ূরাক্ষী’র। এর সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। সিনেমার গানগুলো গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।
প্রসঙ্গত, ববি-সুদীপ ছাড়া এতে আরও অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।
সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪