পাইকগাছার নির্জন এলাকায় ইট ভাটা নির্মান, চেয়ারম্যানের বিরুদ্ধে বাধার অভিযোগ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ

স্কুল,কলেজ, মসজিদ,মাদ্রাসা ও লোকালয়ে ইউপি চেয়ারম্যানের প্রতিষ্ঠিত এমএসবি ইট ভাটায় শেয়ার ত্যাগ করে নির্জন এলাকায় শফিকুল ইসলাম ইট ভাটা নির্মান কাজে বাধ সেজেছে ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃআবু ইলিয়াস। গায়ে এক ফোটা রক্ত থাকতে ও ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র নিতে দেওয়া হবে না বলে হুক্কার দিয়েছেন ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃআবু ইলিয়াস।তবে বিষয়টি অস্বীকার করেছে ইউপি চেয়ারম্যান। সরেজমিনে ও জানাযায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কানুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম গাজী ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইলিয়াসের সহিত এমএসবি ইট ভাটা প্রতিষ্ঠা করেন। ভাটাটি চাঁদখালী কলেজ,প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সংলগ্ন হওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ও গাছ-গাছালির ব্যাপক ক্ষতি হচ্ছিল বলে শফিকুল ইসলাম গাজী জানান। যে কারনে তিনি উক্ত ইট ভাটা ত্যাগ করে নির্জন এলাকায় চাঁদমুখি মৌজায় এমবিএম ইট ভাটার কাজ চালিয়ে যাচ্ছেন। কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন ইট ভাটাটি ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস বিভিন্ন কৌশল অবলম্বন করে ট্রেড লাইসেন্স না দিয়ে বলেছেন আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও ইট ভাটা করতে দিব না বলে অভিযোগ তুলে এ প্রতিনিধি কে জানান শফিকুল ইসলামের ছেলে শাহ আলম সবুজ। তিনি আরো জানান,ইউপি চেয়ারম্যান কৌশল করে পরিবেশ অধিদপ্তর থেকে লোক এনে আমাদের ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সেই থেকে ভাটার কাজ-কর্ম বন্ধ রয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান বিভিন্ন অপকৌশল অবলম্বন করে এখনো পর্যন্ত আমাদের হয়রানি করে চলেছে।আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃআবু ইলিয়াস বলেন,চাঁদমুখি মৌজায় নির্মানাধীন ইট ভাটার জায়গা নিয়ে ১৪৪ ধারা মামলা সহ অনেক অভিযোগ রয়েছে আমার দপ্তরে। উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমি ট্রেড লাইসেন্স দেইনি।তবে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও ইট ভাটা করতে দিব না এ ধরনের কথা বলি না বা শফিকুলের সাথে কথা হয়নি।

error: Content is protected !!