পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুল ইসলাম,খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, রিপন কুমার মন্ডল,কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, শাহাজাদা আবু ইলিয়াস, আব্দুস সালাম কেরু,প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা আলতাফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পূজা পরিষদের প্রাণ কৃষ্ণ দাস, মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরদার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, শংকর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক বি সরকার ও স্নেহেন্দু বিকাশ,তাপস বসু, সুজন কুমার মন্ডল, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, শিবপদ মন্ডল, উজ্জ্বল মন্ডল, কালীপদ বিশ্বাস, মনোজ মন্ডল, ত্রিনাথ বাছাড়। উল্লেখ্য এবছর উপজেলায় ১৫৫ টি মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

error: Content is protected !!