উজ্জ্বল কুমার দাস, পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় খুলনা জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য ও শারীরিক প্রতিবন্ধী নাহার আক্তারের বসত বাড়ি পূর্ব শত্রুতার জের ধরে। ভাংচুর, অতঃপর লুটপাট , অগ্নিসংযোগ ও মার্কেট দখল করার অভিযোগ উঠেছে ।
অভিযোগে জানা যায় পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়নের দক্ষিন সলুয়া গ্রামের মাজেদ সরদারের স্ত্রী জবেদা বেগম পাইকগাছা থানা ও পাইকগাছা সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন।
মামুদকাটি গ্রামের মৃত উজির আলী গোলদারের পুত্র আঃ সাত্তার গোলদার, আঃ সাত্তার গোলদারের পুত্র লিটন গোলদার, দক্ষিন সলুয়া গ্রামের মইনুদ্দিন সরদারের পুত্র মহাসিন সরদার ওরফে বাদল, মৃত মফেজ সরদারের পুত্র মইনুদ্দিন সরদার, ইসলাম সরদারের পুত্র আক্কাজ সরদার ও দিপু সরদার, মৃত সুলতান সরদারের পুত্র বুলু সরদার, মৃত আফিল সরদারের পুত্র হযরত সরদার ও ফটিক সরদার,মৃত নুরউদ্দীন সরদারের পুত্র আলামিন সরদার,সাইদুল সরদার সহ ৪০/৫০ জনের নামে। এ বিষয়ে জাবেদা বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কন্যা শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য এলাকার বাহিরে থাকায় ও সরকার পতন হওয়ায় ০৭/০৮/২০২৪ তারিখে মাহমুদকাটি গ্রামের আঃ সাত্তার গোলদারের নেতৃত্বে আঃ সাত্তার গোলদারের পুত্র লিটন গোলদার, দক্ষিন সলুয়া গ্রামের মইনুদ্দিন সরদারের পুত্র মহাসিন সরদার ওরফে বাদল, মৃত মফেজ সরদারের পুত্র মইনুদ্দিন সরদার, ইসলাম সরদারের পুত্র আক্কাজ সরদার ও দিপু সরদার, মৃত সুলতান সরদারের পুত্র বুলু সরদার, মৃত আফিল সরদারের পুত্র হযরত সরদার ও ফটিক সরদার,মৃত নুরউদ্দীন সরদারের পুত্র আলামিন সরদার,সাইদুল সরদার সহ ৪০/৫০ জন লাঠি, হক স্টিক, লোহার রড, শাবল, হাতুড়ী ইত্যাদি লইয়া আমার বাড়ীতে প্রবেশ করিয়া ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। আমি এবং আমার স্বামী বাঁধা দিতে গেলে তারা আমাদেরকে মারপিট করে। ঘর হইতে বের করে দেয়।
বিবাদীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের বসত ঘরের জিনিসপত্র ভাংচুর করতে থাকে। একপর্যায়ে বিবাদীরা আমাদের বসত ঘর হতে ৩টি পালঙ্ক, ২টি ফ্রিজ, আলমারি, সোকেজ, ড্রেসিং টেবিল, ওয়ার্ড ড্রপ, ৮টি ফ্যান, ৩টি টিউবওয়েল এবং ওয়ার্ড ড্রপে রক্ষিত ৪টি স্বর্ণের রুলি, ৪টি স্বর্ণের চেইন, ৫টি স্বর্ণের আংটি, ৩ জোড়া স্বর্ণের কানের দুল সহ নগদ ১,০০,০০০/= টাকা, লুট করে নেয় ।
বিবাদীরা যাওয়ার সময় অন্যান্য জিনিস পত্র একত্রিত করে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে বিবাদীরা একাধিকবার আমাদের বাড়ীতে এসে দরজা জানালা, ৩ হাজার ইট, ৫ হাজার ইটের খোঁয়া, ১০০ ফুট সিলিকশন বালু, ১০০ ফুট মিষ্টি বালু, ৫০ ফুট লবন বালু, ২টি ইজি বাইক, ২টি বাই সাইকেল ও অন্যান্য জিনিস পত্র সহ পুকুর থেকে মাছ মেরে নিয়ে যায় এবং ২টি পানির ট্যাঙ্কি কুরাল দিয়ে কুপিয়ে নষ্ট করে দেয়। ঐ সময় আমার স্বামী বাঁধা দিলে তাকে মারপিট করে ।
আমার স্বামী বর্তমানে স্ট্রোক করে মৃত্যুসজ্জায় আছেন। এবং আঃ সাত্তার গোলদার ১০/০৮/২০২৪ তারিখে মামুদকাটি মোড়ে অবস্থিত আমার কন্যার মার্কেটটি ভাংচুর করে তালা বদ্ধ করে দখল করে নেয়। সাত্তার গোলদার আমাদের জীবন নাশের হুমকি দিচ্ছে । তার হুমকির কারনে শারীরিক প্রতিবন্ধী আমার কন্যা নাহার বাড়ীতে আসতে পারছেনা । সাত্তার গোলদার সহ অন্যান্য বিবাদীরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে। এজন্য আমি বিবাদীদের বিরুদ্ধে পাইকগাছা থানা ও পাইকগাছা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছি।
এবিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।