পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার উপনির্বাচনে ভোট প্রচারে আসিফ আহমেদ খান

লেখক: ভারত বাংলা প্রতিনিধি
প্রকাশ: 4 weeks ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার খড়গপুর বিধান সভা কেন্দ্রে র উপনির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থী শ্রী শ্যামল কুমার ঘোষ কে জয়ী করতে ময়দানে নেমেছে, ভারতের জাতীয় কংগ্রেস এর সাধারণ সম্পাদক আসিফ আহমেদ খান। এদিন পূর্ব মেদিনীপুর জেলার ঝটিকা সফরে এসে তার হয়ে নির্বাচনের প্রচারে বেরিয়ে পড়েন। এবং শ্রী শ্যামল কুমার ঘোষ কে জয়ী করতে রোড শো করেন। সেই সঙ্গে পথসভা অনুষ্ঠিত প্রচার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজকের দিনে কেন্দ্রীয় সরকার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ওয়াকাফ সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দ্রব্য নিয়ন্ত্রণে ব্যার্থ জন্য দায়ী করে বক্তব্য রাখেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্য মামলা দায়ের করা ও আঞ্চলিক ভাবে জিনিস পত্র দাম বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এবং কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর শারিরীক নির্যাতন ও ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন। এবং আগামী নভেম্বরে এই রাজ্যের উপনির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থীদের হাত চিন্হে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

দেশ কে গনতান্ত্রিক দেশ হিসেবে কাজ করার জন্য ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট কে ভোট দিতে আহ্বান জানান ‌। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সহ অন্যান্য ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্ব উপস্তিত ছিলেন।

error: Content is protected !!