পশ্চিম বাংলা সরকারের ফ্রিভটি ফিনাল প্রকল্পের কাজ শুরু হয়েছে গ্রামে গ্রামে

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

কেন্দ্রীয় সরকার যখন পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন খাতের টাকা বন্ধ করে দিয়েছে। ঠিক সেই সময় পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জন উন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে জল সরবরাহ নদী ও নালা তৈরি খাতে ফ্রিভটি ফিনাল প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে। এই কাজের ফলে পশ্চিম বাংলা র কয়েক কোটি মানুষের সুবিধা হবে। তাই নয় আগামী ভরা বর্ষায় যাতে গ্রাম বাংলার মানুষ জলে ডুবে না যায় তার জন্য আগে ভাগেই এই কাজ শুরু করে দিয়েছে।

এই কাজের সাথে যুক্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড। এদিন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও গনপরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা তার অধীনে এই ফ্রিভটি ফিনাল প্রকল্পের কাজের জন্য উত্তর কুসুম অঞ্চলের ঘোলা নওয়া পাড়া এলাকায় এই কাজের সুচনা করেন। তার এই কাজের জন্য সবধরণের সহায়তা করছেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান সব্যসাচী গায়েন এবং ভাইস চেয়ারম্যান হাজি মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড বিডিও অথাৎ আধিকারিক আশিফ ইকবাল সেখ।

এই কাজের জন্য এগিয়ে এসেছেন উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মো মিকাইল মোল্লা। তিনি তার অঞ্চলের ১২৪, নাম্বার, বুথে প্রায় টালি নালা তৈরি ও জল সরবরাহ প্রকল্পের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে দিয়েছে। সেই সঙ্গে উত্তর কুসুম অঞ্চলের এই টালি নালা ও জল নিকাশী প্রকল্পের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করেছেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা। এই কাজটি বাস্তবায়নে রূপ দিতে এগিয়ে এসেছেন ঘোলা নওয়া পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূল দলের বুথ কমিটির সভাপতি হামিদুল সরদার ওরফে বাবু ও সমাজসেবক শিক্ষক এবং তৃনমূল দলের অন্যতম নেতা ঈদ্দাদ জামান মোল্লা সহ অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব।

error: Content is protected !!