জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধি:
লাখো দর্শকের উপস্থিতিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার ঘাটে চলছিল আবহমান নৌকা বাইচ প্রতিযোগিতা।কিন্ত শেষে এসে যেন কোথা থেকে উড়ে আসলো বিপদ।তুফানের সাথে বাংলার সম্রাট পাল্লা দিতে গিয়েই লাখো দর্শকের মজাকেই বিফলে ফেলে দিলো এ দু নৌকা।প্রতিযোগিতায় আগে বেরুলো তুফান কিন্তু কমিটি বিজয়ী ঘোযণা দিয়ে দিলো বাংলার সম্রাটকে।এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার(৩ অক্টোবর) উলিয়া বাজার নৌকা ঘাটে বাংলার সম্রাটকে অবৈধভাবে বিজয়ী করায় তুফানের সমর্থক ও বাইছেলদের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম,আঃরাজ্জাক,আসাদ ,রঞ্জু প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী নূরনবী শেখ বলেন- আমরা বিজয়ী হয়েছি।বাংলার সম্রাটকে পাছ ফেলিয়ে আমরা আগে বেরিয়েছি।কিন্তু কমিটিরা আমাদের (তুফানকে) বিজয়ী করেনি।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উলিয়া,চিনাডুলী,বৌশের গড়,সাবধরী,শিংভাঙ্গা গ্রামের একাধিক দর্শকদের দাবি তুফানের সাথে অনিয়ম করে লাখো দর্শকের খেলা দেখার মজাটায় নষ্ট করে দিয়েছ।তুফান জয়ী হওয়ার পরও কমিটিদের চক্রান্তে হারিয়ে দেয়া হয়েছে।