নীতিকথা

লেখক: মুহাঃ মোশাররফ হোসেন
প্রকাশ: 2 months ago

নীতিকথা

মুহাঃ মোশাররফ হোসেন

সত্য আদর্শ লুকিয়ে রেখে
মঞ্চে উঠে চালাও নীতিকথার বুলি,
ক্ষমতা পেয়ে স্বার্থের লোভে
সব যাও যে ভুলি।

মুখে তোমার মধুর বানী
অন্তরেতে আছে বিষ,
সমাজের চোকে থাক ভাল
পিছে কর ফিসফিস।

ক্ষমতাকে আকড়ে রাখতে
কতই না চালাও নীতিকথার বুলি,
ক্ষমতা পেয়ে চালাও সবাই
নিরীহ মানুষের বুকে গুলি!

এমনত হয় ক্ষমতা সবাই
প্রভুর ইশারায় পাও,
স্বার্থের গ্রাসে কেন আবার
সেই প্রভুকে ভুলে যাও?

নীতিকথার বুলি ছাড়
সমাজের চোখে হও গন্য,
সৎ আদর্শ বুকে ধর
নিজে হও ধন্য।

error: Content is protected !!