নিউজ বিডি জার্নালিষ্ট পত্রিকায় সংবাদ প্রকাশে বিএনপি নেতাকর্মীরা নার্সারিতে পরিদর্শন

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 4 days ago

স্টাফ রিপোর্টার:

কুয়াদায় নার্সারিতে দুর্বৃত্তের বিষ প্রয়োগ

নিউজ বিডি জার্নালিস্ট ২৪ পত্রিকায় পহেলা জানুয়ারি প্রকাশিত শিরোনাম  গোলাপ ফুলের চারা কীটনাশক দিয়ে পুড়িয়ে  দিলো দুর্বৃত্তরা এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিএনপি নেতা কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোরের কুয়াদায় স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতার গোলাপ ফুলের  নার্সারিতে দুর্বৃত্তের দেয়া ঘাস মারা বিষে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) রাতে  মনিরামপুর উপজেলার কুয়াদা সংলগ্ন জামজামির মাঠের মিজানুর রহমানের নাসারিতে। বুধবার সকালে নার্সারি মালিক মিজানুর রহমান তার নার্সারিতে গিয়ে দেখেন কে বা কারা সমস্ত চারায় বিষ ছিটিয়ে  ক্ষতি সাধন করে।

এই ঘটনা দেখে নার্সারি মালিক মিজানুর রহমান হতভাগ হয়ে পড়েন তিনি বাৎসরিক ১৮ শতক জমি  লিজ  নিয়ে  এই নার্সারি গড়ে তোলেন। তিনি কাঁদো কাঁদো কন্ঠে বলেন সমিতির থেকে লোন নিয়ে, মোটর সাইকেল  বিক্রি করে, অগ্রিম টাকা নিয়ে, এই নার্সারিটা সুন্দর করে সাজিয়েছিলাম। আমার স্বপ্নটা ধুলিস্যাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা।

আমি এর সঠিক বিচার চাই ।এমন হৃদয় বিদারক ঘটনা  চারিদিকে ছড়িয়ে পড়লে কুয়াদা নার্সারির মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনা স্থানে ছুটে আসেন। সংবাদ পেয়ে যশোর সদরের রামনগর  ইউনিয়নের বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বাবলু,মাসুদুর রহমান শামিম সহ নেতৃবৃন্দ নার্সারি পরিদর্শন করেন ও নেতৃবৃন্দরা তাকে আশা পূর্ণরূপ সান্ত্বনা দেন।

নার্সারি মালিক মিজানুর রহমানের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি থানায় কোন লিখিত অভিযোগ করিনি।

error: Content is protected !!