নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

হলাপ্রু মারমা: 

নানা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশ-জাতি তথা সকলের মঙ্গল কামনায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরে বৌদ্ধ নর-নারীরা পঞ্চশীল গ্রহন করেন।

এছাড়াও বুদ্ধ মুর্তি প্রতিস্থাপন, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও উপগুপ্ত ভান্তে আসন নির্মাণসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয়।অনুষ্ঠানে ক্ষান্তিপুর বন বিহারের অধ্যক্ষ আর্যবোধি, মহাস্থবির ভান্তে, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরের অধ্যক্ষ জ্ঞান আনন্দ স্থবির ভান্তে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন।

এসময় বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা অংশ গ্রহন করেন। দিনটিতে ধর্মপুর আর্যবন বিহার, য়ংড বৌদ্ধ বিহার, কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহার, পানছড়ি অরণ্য কুঠিরসহ খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করা হচ্ছে।

error: Content is protected !!