স্টাফ রিপোর্টার:
টুঙ্গিপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ খন্দকার আমিনুল ইসলাম এর সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া থানা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। ১০ নভেম্বর (শুক্রবার) টুঙ্গিপাড়া থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ মান্না মোল্ল, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, সহ- সভাপতি হায়াত আলী, টুঙ্গিপাড়া থানা কমিটির সভাপতি আরমান বিশ্বাস, সহ-সভাপতি দিদার হোসেন ও নির্বাহী সদস্য আসলাম কাজী।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি খন্দকার আমিনুল ইসলাম বলেন, মানবাধিকার সদস্যরা দেশ ও সমাজের দর্পণ। মানবাধিকার ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি দূর্নীতি, অনিয়ম সহ সব ধরনের অপরাধ কমে যাবে। পুলিশ ও মানবাধিকার সদস্যরা এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।অপরদিকে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার সভাপতি মান্না মোল্লা বলেন, মানবাধিকার ও প্রসাশন একে অপরের সহায়ক। মানবাধিকার ও পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় একত্রিত হয়ে কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সকলেই তার অধিকার বুঝে পাবে কেউ অধিকার বঞ্চিত থাকবে না।মানবাধিকারের হাতে কোনো অস্ত্র নেই, আছে একটি কলম ও আইন যা নিয়ে ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরীর ন্যায় অধিকার বঞ্চিত মানুষের সেবা করে যাচ্ছে। সব শেষে আইনের সুশ্বাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনকে সব সময় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর পাশে থাকার আহ্বান জানান।