নবাগত অধিনায়ক র‍্যাব-৬ এর দায়িত্বভার গ্রহণ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

স্টাফ রিপোর্টার: 

২৯শে মে বিদায়ী অধিনায়ক র‍্যাব-৬ বিএ-৬১৩৯ লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক অহমদ, পিপিএম, বিএসপি, পিএসসি খুলনাস্থ র‍্যাব-৬ অফিসে গার্ড অফ অনার গ্রহণ করেন এবং বিদায়ী দরবারে অংশগ্রহণ করেন এবং দরবার শেষ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে দুপুর দুইটা ১৫ মিনিটের সময় নবাগত অধিনায়ক র‍্যাব-৬ বিএ-৭৪৩৮ লেঃ কর্ণেল মোঃ ফিরোজ কবির, পিপিএম, পিএসসি এর নিকট আনুষ্ঠানিক ভাবে র‌্যাব -০৬ এর দায়িত্বভার হস্তান্তর করেন।

উল্লেখ্য বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোশতাক আহমেদ আগামী ৩০শে মে র‍্যাব- ০১ উত্তরায় যোগদান করবেন।

error: Content is protected !!