নদীপথে চাঁদাবাজী বন্ধকরা নৌ পুলিশের বড় চ্যলেঞ্জ -এস পি শম্পা

লেখক:
প্রকাশ: 1 year ago

ফকির হাসান, সুনামগঞ্জ থেকেঃ-
সুনামগঞ্জ টুকেরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন নৌ পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে টুকেরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এক মতমিনিময় সভায় পুলিশ সুপার শম্পা ইয়াসমীন বলেন সুনামগঞ্জ নদী পথে চাঁদাবাজী বন্ধ করা নৌ পুলিশের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত তিন টি চাঁদাবাজী মামলা রুজু হয়েছে প্রতিটি ফাঁড়িকে নদীপথে চাঁদাবাজদের বিরোদ্ধে অ্যাকশন নিতে নির্দেশনা দেওয়া আছে।

এছাড়াও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় নদীপথে আমদানি নিষিদ্ধ পণ্য পাচার এ রকম অপরাধ হয়ে থাকে। এ সকল অপরাধ প্রবনতা বন্ধে ও ভারতীয় পণ্য নদীপথে পাচার বন্ধে নৌ পুলিশ সুচ্চার আছে এ পর্যন্ত নদীপথে ভারতীয় শাড়ি কসমেটিক চকলেট সহ ভিবিন্ন খাদ্য সামগ্রী পাচারে ৪ টি বিশেষক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ সময় আরো উপস্তিত ছিলেন টুকেরঘাট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহাগ রানা সহ অন্যান্য পুলিশ সদস্য।

error: Content is protected !!