নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নেশা ছেড়ে কলম ধরো মাদকমুক্ত জীবন গড়ো, জীবনকে ভালোবাসো মাদক থেকে দুরে থাকো। এ প্রতিপাদ্য কে সামনে রেখে নড়াইলে বিভিন্ন শিক্ষাঙ্গনে পালিত হলো মাদক বিরোধী আলোচনা সভা।

১৬ অক্টোবর (সোমবার)সকাল ১১ টার দিকে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোহাম্মাদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মাদ কামরুজ্জামান, ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খান সাহাবুদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান।

 

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশক মোহাম্মাদ আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নিল সিকদার নীল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শপথ বাক্য পাঠ করান এবং  বলেন,সামাজিক ব্যাধি মাদক নড়াইলের শিক্ষাঙ্গনে বা সমাজে বিস্তার না করতে পারে সেজন্য সকলের সামাজিক আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এবং মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই মাদক নির্মুল হওয়া সম্ভব হবে।

error: Content is protected !!