নড়াইলে মাশরাফিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে লিটুর ইস্তফা

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইলে এমপি মাশরাফি কে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। ৩ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে দশটার দিকে নড়াইল শহরের নিজ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। সৈয়দ ফয়জুল আমীর লিটু নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের মাঠের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিন দিন হাতে আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন। এছাড়া পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে অবসর নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা কৌশিক কে পূর্ণ সমর্থন জানিয়ে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছি।

error: Content is protected !!