নড়াইলে মদ্যপানে মোবাইল মেকানিকের মৃত্যু

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 months ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামে শ্যামাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে বিমানেশ অধিকারী (৩২) নামে এক মোবাইল মেকানিকের মৃত্যু হয়েছে।

৩ নভেম্বর (রবিবার) রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরের দিন সোমবার দুপুরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বিমানেশ অধিকারী শালিয়ারভিটা গ্রামের দিলিপ অধিকারীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,শ্যামাপূজার উৎসবকে ঘিরে গত ২ নভেম্বর রাতে বিমানেশসহ কয়েকজন মদপান করেন।

একদিন পর গত রোবিবার সন্ধ্যায় বিমানেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত ৮টার দিকে মারা যান।

বিমানেশ পেশায় মুলিয়া বাজারের মোবাইল ফোন মেকানিক ছিলেন। তার মৃত্যুতে মুলিয়া বাজারে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

error: Content is protected !!