নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে প্রচার করতে এসে সন্ত্রাসী হামলার শিকার

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড কে প্রচার করতে এসে সন্ত্রাসী হামলার শিকার হলেন বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আবদুল্লাহ। তিনি আগামী জাতীয় সাংসদ নির্বাচনে নড়াইল -২ আসনের মনোনয়ন প্রত্যাসী।গতকাল ১৩ সেপ্টেম্বর (বুধবার) বিকালে ৫টার দিকে নড়াইল সদর উপজেলার সাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় প্রায় তিনশত মোটরসাইকেল বহর নিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে আসলে সন্ত্রাসীরা তার গাড়ি বহরের উপর হামলা চালিয়ে ২টি মাইক্রোবাস ও ১৫-২০ টি মোটরসাইকেল ভাংচুর করে। এসময় তার সাথে থাকা অন্তত ২৫ জন আওয়ামীলীগ কর্মী আহত হয়েছেন। পরে সন্ত্রাসী রা কয়এক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান এসএম আব্দুল্লাহ। এবিষয়ে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আবদুল্লার কাছে ঘটনা সম্পর্কে সাংবাদিক রা জানতে চাইলে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড প্রচার অভিযানে সদরের মাইজপাড়া ইউনিয়নে জনসংযোগ করতে গেলে পথিমধ্যে সাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া মেন সড়কের উপরে আগে থেকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার গাড়ি বহরের গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা আমার সাথে আজেবাজে ভাষায় গালি গালাচ করে বলতে থাকে।একপ্রকার তুই তুকরি করে বলে তুই এখানে কেন এসেছিস,আমাদের এখানে এমপি মাশরাফি বিন মুর্তজা। এমপি হয়ে তার পরে এলাকায় আসবি। একথা বলতে না বলতেই পেছন থেকে আমার গাড়িসহ মোটরসাইকেল ভাংচুর সহ আমার কর্মীদের মারধর করে মারাত্মক জখম করে। পরে আমি তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা। কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক ভাবে আমি সদর থানার ওসি কে আমাদের সিকিউরিটি চাইলে তিনি বিসয়টা গুরুত্ব না দিয়ে লোকজন নিয়ে আমাকে নিজ এলাকায় চলে যেতে বলে চলে যান।পরে এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু ফোন করে দুঃখ প্রকাশ করেন।এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হামলার ঘটনায় আহতরা মৌখিকভাবে একটি অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!