নড়াইলে পুকুরে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

মিশকাতুজ্জামান, নড়াইল:

নড়াইলে মামাতো বোনের সাথে পুকুরে গোসল করতে নেমে নিশিতা ইয়াসমিন শান্তা নামে এক দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নিশিতা ইয়াসমিন শান্তা সদর উপজেলার শেখহাটি গ্রামের এনামুল হকের মেয়ে। তার মা গ্রামীণ ব্যাংক কর্মচারী কুলসুম বেগমের চাকরির সুবাদে তারা সদরের গোবরায় ভাঁড়া বাড়িতে বসবাস করে। শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়,বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা নিজেদের বাড়ি লাগোয়া পুকুরে গোসল করতে নামে। কিন্তু দুজনের কেউই সাঁতার না জানায় সেখানে গোসলের এক পর্যায়ে তারা কিনার থেকে দূরে গভীর পানিতে চলে গেলে আর কিনারে ফিরতে না পেরে তলিয়ে যায়।

 

এ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হবার পর তাদের স্বজনরা টের পেয়ে দুজনকে পুকুর থেকে দূরত্ব উদ্ধার করে প্রাথমিক সেবা দিলে জুই প্রাণে বেঁচে যায়। কিন্তু শান্তার জ্ঞান না ফেরায় তাকে দূরত্ব চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শান্তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম।

error: Content is protected !!